
নার্সিং পেশার উন্নয়নে গুণগত মান পরিবর্তন নিশ্চিত করতে পারলে বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নার্সগণ: বিএমইউ উপাচার্য
12 May, 2025 09:00 AM - 12 May, 2025 02:00 PM |
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)-তে বিশ্ব নার্স দিবস ২০২৫ উদযাপিত
নার্সিং পেশার উন্নয়নে গুণগত মান পরিবর্তন নিশ্চিত করতে পারলে
বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নার্সগণ: বিএমইউ উপাচার্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, বৈজ্ঞানিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বিশ্ব নার্স দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার ১২ মে ২০২৫ তারিখে বিএমইউ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। র্যালিতে বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নার্সবৃন্দ অংশ নেন। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি (Our Nurses. Our Future. Caring for nurses strengthens economie)”।
পরে জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসটি উপলক্ষে সর্বস্তরের নার্সদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, শিক্ষাসহ নার্সিং পেশার উন্নয়নে গুণগত মান পরিবর্তনে বিএমইউর বর্তমান প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। নার্সিং পেশার গুণগত মান পরিবর্তন নিশ্চিত করতে পারলে দেশের সীমানা পেরিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নার্সবৃন্দ। তিনি বলেন, রোগীদের দুঃখ-কষ্ট লাঘবের ভরসাস্থল হল নার্সগণ। নার্সিং এর মতো মহৎ পেশার দায়িত্ব পালনে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধুমাত্র একটি চাকরির জন্য নার্সিং পেশা নয়। বর্তমানে নার্সিং পেশার জন্য বিশ্ব দুয়ার খুলে গেছে। এ জন্য নিজেকে আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নার্সিং পেশার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে উচ্চতর নার্সিং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়ন হলে এবং নার্সগণ এক্ষেত্রে নিজেকে আন্তরিকতার সাথে সম্পৃক্ত করলে নার্সিং পেশায় বাংলাদেশ বর্হিবিশ্বেও সুনাম অর্জনে সক্ষম হবে।
সেমিানারে পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক মোঃ হারুন অর রশীদ গাজী প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।