ই-লগ বুক বিষয়ে সভা অনুষ্ঠিত
16 Jul, 2025 01:00 PM - 16 Jul, 2025 02:00 PM |
ই-লগ বুক বিষয়ে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামাদ সেমিনার হলে আজ ১৬ জুলাই ২০২৫ইং তারিখ বুধবার সফটওয়্যার-ভিত্তিক রেকর্ড সংরক্ষণের পদ্ধতি ই-লগ বুক বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ই-লগ বুক হলো একটি ডিজিটাল নথি বা সফটওয়্যার-ভিত্তিক রেকর্ড সংরক্ষণের পদ্ধতি, যা ব্যক্তি, শিক্ষার্থী, কর্মচারী বা যেকোনো প্রতিষ্ঠানের কর্মকা-, কার্যক্রম বা প্রক্রিয়ার বিস্তারিত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন, এবং পেশাগত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমান ডিজিটাল যুগে ই-লগ বুক ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে। এটি শুধু তথ্য সংরক্ষণ নয়, বরং দক্ষতা উন্নয়ন, স্বচ্ছতা এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থার পথ সুগম করে। তাই শিক্ষা, স্বাস্থ্য, এবং বিভিন্ন পেশাগত খাতে ই-লগ বুকের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।