বিএমইউতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন রেডিওলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন রেডিওলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

16 Jul, 2025 09:00 AM - 16 Jul, 2025 11:00 AM |


বিএমইউতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন রেডিওলজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে আজ ১৬ জুলাই ২০২৫ইং তারিখ বুধবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন রেডিওলজি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মোঃ মাঈনুল আহসান প্রমুখসহ রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। এতে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করে বুয়েট এর শিক্ষক অধ্যাপক ড. তৌফিক হাসান, বিএমইউর রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা আলম তুন, ডা. শাহনাজ চৌধুরী লুনা। 

কর্মশালায় মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তাঁর বক্তব্যে চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবাকে গতিশীল করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে তাল মিলিয়ে বিএমইউতে কীভাবে এআই এর ব্যবহার নিশ্চিত করা যায় তার উপর গুরুত্বারোপ করেন।   

কর্মশালায় অংশ নেয়া আলোচকরা জানান, চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি শাখায় প্রযুক্তির ব্যবহারে এসেছে বিপ্লব। এর মধ্যে রেডিওলজি এমন একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত শাখা, যেখানে রোগ নির্ণয়ে চিত্রভিত্তিক প্রযুক্তির ব্যবহার হয়। আধুনিক রেডিওলজিতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারের মাধ্যমে রোগ নির্ণয় আরও নির্ভুল, দ্রুত এবং কার্যকর হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন রেডিওলজি” বিষয়ক এই কর্মশালা অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী হয়েছে। এই কর্মশালার মাধ্যমে রেডিওলজি চর্চায় এআই-এর বাস্তব প্রয়োগ, এর সম্ভাবনা, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং রেডিওলজিতে এআই এর ব্যবহারের উন্নয়ন ও প্রসার ঘটাতে বিরাট অবদান রাখবে। এই কর্মশালার মাধ্যমে কীভাবে এআই প্রযুক্তিকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে রোগ নির্ণয়ের গতি ও নির্ভুলতা বাড়ানো যায় সেটাও আলোচকবৃন্দ আলোকপাত করেন।  

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনকারী বিজ্ঞজনেরা রেডিওলজিতে এআই এর ভূমিকা, মেশিন লার্নিং, রিপোটিং এ নির্ভুলতা ও দক্ষতা বৃদ্ধি, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা, বাংলাদেশের প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরেন।  

সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

 

More Events & News