
‘অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভ-ধারণা ও ভুল ধারণা’ শীর্ষক বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত
19 Jul, 2025 12:00 PM - 19 Jul, 2025 02:00 PM |
‘অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভ-ধারণা ও ভুল ধারণা’ শীর্ষক বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত
আজ ১৯শে জুলাই, ২০২৫ ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের আয়োজনে অধ্যাপক মবিন খান ডিজিটাল ক্লাসরুমে ‘অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভ-ধারণা ও ভুল ধারণা (Anti HBc Total Positive – Conception and misconception) শীর্ষক একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়। আধুনিক হেপাটোলজির জটিল অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, রেসিডেন্ট, এবং দেশ ও দেশের বাইরের স্বনামধন্য লিভার বিশেষজ্ঞবৃন্দ। অনুষ্ঠানে যুক্ত ছিলেন হেপাটোলজি (লিভার) বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।
অধিবেশনে Anti HBc Total রিপোর্টের ক্লিনিক্যাল গুরুত্ব, এবং এ সংক্রান্ত সাধারণ ভুল ধারণা নিয়ে বিস্তারিত একটি ডিজিটাল পরিবেশনা করেন ডাঃ সৌরভ কুমার চক্রবর্তী, যাতে জুম এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞবৃন্দ যোগদান করেন। বিশেষভাবে নিম্নলিখিত বিষয়গুলোতে আলোকপাত করা হয়। সেগুলো হলো- Anti HBc Total পজিটিভ ফলাফলের অর্থ ও তার ব্যাখ্যা, হেপাটাইটিস বি ভাইরাসের সুপ্ত সংক্রমণ (Occult HBV Infection), এই রোগ সনাক্তের প্রাথমিক পরীক্ষা কাদের এবং কীভাবে করা হবে, ভ্যাকসিন সংক্রান্ত বিভ্রান্তি, রক্তদান ও অস্ত্রোপচারের ক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন, Immunosuppressive drug গ্রহণের ক্ষেত্রে ঝুঁকি এবং পজিটিভ রোগীর ডায়ালাইসিস সংক্রান্ত চ্যালেঞ্জ ও সমাধান।
পরিবেশনার পর ছিল একটি প্রশ্নোত্তর পর্ব যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীরা নানান প্রশ্ন করার মাধ্যমে এতে অবদান রাখেন। আলোচনাটি ছিল জ্ঞানসমৃদ্ধ, বাস্তবমুখী এবং আধুনিক গাইডলাইনভিত্তিক। HBV (ইমিউনোসাপ্রেশন বা HIV/HCV -এর সহ-সংক্রমণ), ক্রিপ্টোজেনিক লিভার ডিজিজ, সিরোসিস বা ঐঈঈ, অথবা উচ্চ সংক্রমণ ঝুঁকি (হিমোডায়ালাইসিস) থাকলে Anti HBc Total (HBV-DNA সহ বা ছাড়া) পরীক্ষা করা অপরিহার্য। এইসব অবস্থা অনুপস্থিত থাকলে Anti HBs এবং ALT পরীক্ষা করে মূল্যায়ন করা যেতে পারে। Anti HBc Total পজিটিভ রোগীদের টিকা গ্রহণের প্রয়োজন নেই। OBI রোগীদের HBV নেগেটিভ এবং পজিটিভ রোগীদের থেকে আলাদা সেটিংসে ডায়ালাইসিস করা প্রয়োজন। Anti HBc Total পজিটিভিটির ক্লিনিক্যাল গুরুত্ব ভালোভাবে বোঝা উচিত যাতে এর প্রভাবকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়।
এই ধরণের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করার আগ্রহ প্রকাশ করেছেন আয়োজকবৃন্দ, যাতে স্বাস্থ্যসেবায় আরও নির্ভুলতা ও সচেতনতা নিশ্চিত করা যায়।
গুরুত্বপূর্ণ এই আয়োজনে হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব আল মামুন, সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুল আলম প্রিন্স, সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।