জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী প্রকল্পের পিআইসির ১২তম সভা অনুষ্ঠিত

জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী প্রকল্পের পিআইসির ১২তম সভা অনুষ্ঠিত

19 Jul, 2025 12:00 PM - 19 Jul, 2025 01:00 PM |

জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী প্রকল্পের পিআইসির ১২তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ৬ষ্ঠতলায় জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর ১২তম সভা আজ ১৯ জুলাই ২০২৫ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। 
সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, স্থাপনা নির্মাণ ও মেডিক্যাল গ্যাস সংযোগ, প্রকল্পের অনুকূলে এডিপি বরাদ্দ, স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ওয়ান স্টপ ব্রেস্ট ক্লিনিক স্থাপন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
গুরুত্বপূর্ণ এই সভায় সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন।  


সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।