মেডিক্যাল সাইন্সে এ আই এর ব্যবহার অনিবার্য : অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
21 Jul, 2025 09:00 AM - 21 Jul, 2025 11:00 AM |
বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) ইন মেডিক্যাল সায়েন্স: টুডে এন্ড টুমোরো’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
মেডিক্যাল সাইন্সে এ আই এর ব্যবহার অনিবার্য : অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, মেডিক্যাল সাইন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) এর ব্যবহার অনিবার্য। কোনোভাবেই এ আই থেকে দূরে থাকা যাবে না। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে প্রয়োজন অনুযায়ী উদ্যোগ নিয়ে এ আই এর ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে। প্যাথলজি, রেডিওলজি, অনকোলজিসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম সহজ ও গতিশীল, নিখুঁত করতে এ আই বিরাট ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে মেডিক্যাল সাইন্সে এ আই এর ব্যবহার নিশ্চিত করতে বিএমইউকেই নেতৃত্ব দিতে হবে। এ আই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এর উপকারিতা রোগীসহ মানুষের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে বিএমইউসহ দেশকে এগিয়ে নিতে হবে। আজ ২১ জুলাই ২০২৫ইং তারিখ সোমবার এ ব্লক অডিটোরিয়ামে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) ইন মেডিক্যাল সায়েন্স: টুডে এন্ড টুমোরো’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ আই ছাড়া উপায় নাই। এ আইকে ধরতে না পারলে মেডিক্যাল সাইন্স পিছিয়ে যাব। এ আই এর ব্যবহারের মাধ্যমে ক্যান্সারের মতো রোগকেও আগেই দ্রুত চিহ্নিত করা যায়। তাই এ আই গুরুত্বকে অস্বীকার করার উপায় নাই।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ আই এর ব্যবহার নিশ্চিত করতে বিএমইউ ও বুয়েট যৌথভাবে কাজ করতে প্রস্তুত। বিএমইউতে ইতিমধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতালে এ আই ভিত্তিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপন করা হয়েছে। আগামীদিনে রোগীদের স্বার্থ ও কল্যাণে এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে এই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সকল ক্ষেত্রেই এ আই এর ব্যবহার নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, রোগ নির্ণয়, পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসাসেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর গুরুত্ব অপরিসীম। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় এ আই এর অবদান আজ বিশ্বব্যাপী সর্বজন স্বীকৃত। বিষয়টি নতুন হলেও এ আই এর সাথে অবশ্যই সকলকেই যুক্ত হতে হবে।
সেন্ট্রাল সেমিনারে কীনোট স্পিকার হিসেবে “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: দি ল্যান্ডস্কেপ ইন ক্লিনিক্যাল মেডিসিন” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজির বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন ‘এ আই ইন অনকোলজি: এ প্যারাডিজম শিফট ইন ক্যান্সার ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তৌফিক হাসান, পিএইচডি ‘এ আই ইন মেডিসিন-চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
বিজ্ঞ আলোচকগণ মেডিক্যাল সাইন্সে এ আই এর ব্যবহারের উপকারিতা, সুযোগ ও সম্ভাবনা, চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ইত্যাদি তুলে ধরেন।
সেন্ট্রাল সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপারর্সন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।