পিএইচডি গবেষকদের গবেষণা কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
22 Jul, 2025 10:00 AM - 22 Jul, 2025 12:00 PM |
পিএইচডি গবেষকদের গবেষণা কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে পিএইচডি গবেষকদের গবেষণা কাজের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আজ ২২ জুলাই ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত ডীনবৃন্দ, পিএইচডি গবেষক, সুপারভাইজার ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে অনুষ্ঠিত এই সভায় বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমসহ উপস্থিত বিজ্ঞজনেরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ এই সভায় সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডীন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ও হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরীন আক্তার, উপ-রেজিস্ট্রার এটিএম আমিনুল ইসলাম প্রমুখসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিএমইউ এর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।