জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিএমইউতে  ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিএমইউতে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

05 Aug, 2025 09:00 AM - 05 Aug, 2025 01:00 PM |

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বিএমইউতে
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ফ্রি রুটিন ইনভেস্টিগেশনসহ বিভিন্ন মহতী আয়োজন
৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালন ও জুলাই গণঅভ্যুত্থান মাস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ফ্রি রুটিন ইনভেস্টিগেশন, রোগীদেরকে উন্নমমানের খাবার পরিবেশন, বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতসহ বিভিন্ন মহতী কর্মসূচী পালন করা হয়েছে। বিএমইউ বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ এ সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে পরামর্শ সেবা প্রদান করেন। একই সাথে এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, সিবিসি, আরবিএস, এস ক্রিয়েটিনাইন, ইউরিন আর/এম/ইসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসেবাও রোগীদেরকে বিনামূল্যে দেয়া হয়। আজকের এই মহতী দিনে প্রায় ৩ হাজার জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।  

বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, মানবসম্পদ ব্যবস্থাপনা অফিসের পরিচালক মোঃ মাসুদ রানা প্রমুখ। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ হলো বৈষম্যহীন অধিকারপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দিন। এই দিনে অমাদের অঙ্গীকার হলো উচ্চতর চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে মর্যাদার আসনে সু প্রতিষ্ঠিত করা।    

এ সকল কর্মসূচীতে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ বদরুল হুদা, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরিফ মোঃ আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার এটিএম আমিনুল ইসলাম, উপ-রেজিস্ট্রার মোঃ মারুফ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, সেকশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব-জনসংযোগ শাখা) শামীম আহম্মদ, কর্মকর্তা মোঃ ইলিয়াছ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।