বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা

বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা

15 Jul, 2025 12:00 PM - 15 Jul, 2025 01:00 PM |

বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ ১৫ জুলাই ২০২৫ইং, মঙ্গলবার সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোট ৫০০ শত রোগীকে ৫০ হাজার টাকা করে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ১০০ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক রোগীদের কাছে হস্তান্তর করেন। আরো চারশত রোগীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মহতী এই আয়োজনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

More Events & News